- স্বাস্থ্য
- করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত কমে ২৯
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত কমে ২৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ২৯ জন। মৃত্যু হয়নি কারও। নতুন শনাক্তদের মধ্যে ২৩ জনই ঢাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯ জন। নতুন করে সুস্থ হয়েছেন আরও ১১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।
মন্তব্য করুন