বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লৎফুন্নেছা খান বিউটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেনন ও তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তারা।

দলীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাশেদ খান মেননের করোনা শনাক্ত হলে ওইদিনই দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেননের করোনা শনাক্ত হওয়ার পর শনিবার বিকেলে তার স্ত্রী লৎফুন্নেছা খান বিউটিকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রাশেদ খান মেনন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।