- স্বাস্থ্য
- ছিদ্র করে হার্টে অস্ত্রোপচার পদ্ধতি দেখে মুগ্ধ ভারতের চিকিৎসক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
ছিদ্র করে হার্টে অস্ত্রোপচার পদ্ধতি দেখে মুগ্ধ ভারতের চিকিৎসক

এআইসিএস পদ্ধতিতে হার্টের অস্ত্রোপচার দেখে মুগ্ধ ভারতের চিকিৎসক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের তরুণ কার্ডিয়াক সার্জন আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে একটি দল ছিদ্র করে হার্টের সফল অস্ত্রোপচার করে বেশ আলোচিত হন। সেই সুনাম ছড়িয়ে পড়ে বিদেশি নামকরা কার্ডিয়াক সার্জনদের কাছেও। বুকের হাড় না কেটে শুধু ফুটো করে হার্টের অস্ত্রোপচার পদ্ধতি এবার দেখে গেলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ও মেডিকেল পরিচালক সুসান মুখোপাধ্যায়। তিনি বাংলাদেশি তরুণ চিকিৎসকদের বিশ্বমানের পদ্ধতিতে হার্টের অস্ত্রোপচার দেখে প্রশংসাও করেন।
সম্প্রতি ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরাসরি এই পদ্ধতিতে অস্ত্রোপচার প্রত্যক্ষ করেন ভারতীয় এই বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসকরা বলছেন, এই ধরনের অস্ত্রোপচারে বুকের হাড় কাটতে হয় না। এতে রোগীর ঝুঁকিও বেশ কম হয়। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিতে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এআইসিএস) বলা হয়ে থাকে। এই প্রদ্ধতিতে ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বুকে একটি ছোট ছিদ্র করে অস্ত্রোপচার চালানোয় ব্যথা কম হয় এবং রোগী দ্রুত সেরে ওঠেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে তার টিমের এমআইসিএস পদ্ধতিতে অস্ত্রোপচার কার্যক্রম চলছে। আর সরাসরি সেই অস্ত্রোপচার দেখে মুগ্ধ হন সুসান মুখোপাধ্যায়। ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের মতো সরকারি হাসপাতালে উন্নত ও আধুনিক অস্ত্রোপচারের সরঞ্জাম দেখেও নিজের মুগ্ধতার কথা জানান তিনি।
ডা. সুসানের মতে, এমআইসিএস পদ্ধতিতে এই চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করা গেলে সিঙ্গাপুর, ব্যাংককসহ অন্য দেশ থেকেও এক সময়ে বাংলাদেশে চিকিৎসা নিতে রোগীরা আগ্রহী হবেন।
তিনি বলেন, বাংলাদেশে তরুণ কার্ডিয়াক সার্জনরা, বিশেষ করে আশ্রাফুল হক সিয়াম যে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন এবং কাজের যে পরিধি, তা অত্যন্ত মানসম্মত।
বিদেশি এই চিকিৎসক জানান, বুকে ছিদ্র করে অস্ত্রোপচার বিশ্বের মাত্র কয়েকটি স্থানে হচ্ছে। এ অবস্থায় তরুণ চিকিৎসক সিয়াম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এ উদ্যোগ খুবই সাহসী পদক্ষেপ এবং এখানে এর সবধরনের উন্নতমানের সরঞ্জাম রয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন আশ্রাফুল হক সিয়াম বলেন, চিকিৎসক হওয়ার পর অভিজ্ঞতা অর্জনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নতুন নতুন কাজ দেখেছি। অনেক প্রতিকূলতার মধ্যেও এমআইসিএস পদ্ধতি শুরুর সময়ে স্বপ্ন দেখতাম, একদিন এখানেও বিদেশি সার্জনরা অভিজ্ঞতা অর্জনের জন্য আসবেন। সেই স্বপ্নের প্রাথমিক ধাপ পূরণ করলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন মুখোপাধ্যায়। তার প্রশংসা হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের টিমের কাজের গতি আরও বাড়বে।
মন্তব্য করুন