- গোলটেবিল
- শিশুর বয়স কমালে বাড়বে বাল্যবিয়ে, শিশুশ্রম
শিশুর বয়স কমালে বাড়বে বাল্যবিয়ে, শিশুশ্রম

শিশুর বয়স ১৮ থেকে কমালে দেশে বাল্যবিয়ে ও শিশু শ্রমিক বৃদ্ধিসহ নানা সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন। এটি করা হলে শিশুদের শিক্ষা ও উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ ফলপ্রসূ হবে না বলেও মনে করে সংগঠনগুলো।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং গার্লস নট ব্রাইডস এ দাবি করে।
উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, বয়স কমিয়ে কেবল শাস্তির পরিধি বাড়িয়ে কিশোর গ্যাংয়ের মতো জটিল সামাজিক সমস্যার সমাধান বাস্তবসম্মত নয়। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। জাতিসংঘের শিশু অধিকার সনদের নানা দিক বিবেচনায় নিয়ে দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে জাতীয় শিশুনীতি ২০১১ এবং শিশু আইন ২০১৩-এ শিশুর বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এখন শিশুর বয়স কমানো হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।কিশোর গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণ ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, শিশুর সর্বোচ্চ কল্যাণের দিকটি মাথায় রেখে শিশুর বয়স না কমিয়ে শিশুকে কীভাবে সব স্তরে শিক্ষা-সংস্কৃৃতি ও খেলাধুলার সুযোগ তৈরি করে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
কিশোর গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সম্প্রতি সরকারের আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিশুর বয়স ১৮ থেকে কমানোর প্রস্তাব দেওয়া হয়।
মন্তব্য করুন