
'ঐ যে দূরে আকাশজুড়ে বিন্দুগুলো জড়ো
ওসব নাকি নক্ষত্র, আমার চেয়েও বড়ো?
দেখতে তো সব ছোট্ট ভারী, একটা যেন ধুলো,
মা বলেছে দূরে বলেই ছোট্ট তারাগুলো।
আচ্ছা, তারা দেখতে কেমন, অতোই যদি বড়ো?
কী আছে ঐ তারার দেশে, বইতে কি তা পড়ো?
বই কীভাবে দেখলো তারা, জানলো কথা অতো?
আমিও তো জানতে চাইছি, প্রশ্ন আমার কতো!
জানতে চাইছি নক্ষত্র কী, কী-ই বা তাতে আছে?
দেখতে চাইছি নক্ষত্র, দূর থেকে নয়, কাছে।
কেমনে আমি দেখবো বলো? তারার দেশে গিয়ে?
কীভাবে যায়? আমায় তুমি যাবে সঙ্গে নিয়ে?'
তারার দেশ তো অনেক দূরে ঐ যে মহাকাশে
ছোট্ট মেয়ের কথা শুনে পদার্থবিদ হাসে-
'ছোট্ট মেয়ে, দেবে তুমি দূরের আকাশ পাড়ি?
বড়ো হয়ে তুমি হবে দারুণ নভোচারী।'
ওসব নাকি নক্ষত্র, আমার চেয়েও বড়ো?
দেখতে তো সব ছোট্ট ভারী, একটা যেন ধুলো,
মা বলেছে দূরে বলেই ছোট্ট তারাগুলো।
আচ্ছা, তারা দেখতে কেমন, অতোই যদি বড়ো?
কী আছে ঐ তারার দেশে, বইতে কি তা পড়ো?
বই কীভাবে দেখলো তারা, জানলো কথা অতো?
আমিও তো জানতে চাইছি, প্রশ্ন আমার কতো!
জানতে চাইছি নক্ষত্র কী, কী-ই বা তাতে আছে?
দেখতে চাইছি নক্ষত্র, দূর থেকে নয়, কাছে।
কেমনে আমি দেখবো বলো? তারার দেশে গিয়ে?
কীভাবে যায়? আমায় তুমি যাবে সঙ্গে নিয়ে?'
তারার দেশ তো অনেক দূরে ঐ যে মহাকাশে
ছোট্ট মেয়ের কথা শুনে পদার্থবিদ হাসে-
'ছোট্ট মেয়ে, দেবে তুমি দূরের আকাশ পাড়ি?
বড়ো হয়ে তুমি হবে দারুণ নভোচারী।'
বিষয় : ছড়া-কবিতা
মন্তব্য করুন