গল্পের প্রেক্ষাপট ইন্দোর। কলেজের প্রেমিক-প্রেমিকা যুগল, কপিল ও সৌম্য। তাঁদের বিয়ে হয়। বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে তাঁদের সুখের সংসার। কিন্তু বিয়ের কয়েক বছর পরই তাঁদের প্রেম কমে যায়। কপিল-সৌম্যর সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয় যে, বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু তাঁদের আশপাশের মানুষই বুঝে উঠতে পারেন না, তাঁরা কেন আলাদা হতে চাইছেন।

মামলা আদালতে গড়ায়, তারপর? এমনই একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে, এই ছবির গল্প দু’ভাগে বিভক্ত। প্রথম পর্বে কপিল ও সৌম্য়র পারফেক্ট প্রেমের গল্প। তারপর শুরু হয় সংসার অভিযান। হঠাৎ সব গণ্ডগোল। সিনেমায় কপিল ও সৌম্যর ভূমিকায় দেখা গেছে ভিকি কুশল ও সারা আলি খানকে। মধ্যবিত্ত ও একান্নবর্তী পরিবারের ছবিই এখানে উঠে এসেছে। সব মিলিয়ে হাসি, মজা, খুনসুটির মোড়কে তুলে ধরা হয়েছে ছবির গল্প। কিন্তু সত্যিই কি তাঁরা ‘তালাক’ চায়? প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল।

এই প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ভিকি কুশল ও সারা আলি খান। এতে সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদি, শারিব হাশমি, নীরজ সুদসহ অন্য অভিনেতারা। পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। এই সময়ে একটি সিনেমার প্রচার নিয়ে কোনো রকম কসরত করতে ছাড়েন না তারকারা। বিশেষ করে বলিউডেই ছবির প্রচারের কাজ বেশি। সিনেমার প্রচারে ভারতের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াতেও দ্বিধা করেন না তারকারা। নবাবকন্যা হয়েও সারা আলি খান যে পাশের বাড়ির মেয়ে, এ কথা সবাই জানেন। কখনও অটোয় ঘোরেন; কখনও আর পাঁচটা মেয়ের মতোই সালোয়ার-কামিজে ধরা দেন তিনি।

তাই তো সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই নিজের ছবির প্রচারে লেগে পড়েছেন অভিনেত্রী সারা। কখনও রাজস্থান, কখনও আবার কলকাতায়। নায়িকার যেন পায়ের তলায় শর্ষে। সঙ্গে ভিকি কুশল। এই মুহূর্তে দু’জনেই ব্যস্ত ছবির প্রমোশনে। সম্প্রতি ছবিটির প্রচারে রাজস্থানে গিয়েছিলেন সারা ও ভিকি। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিকির ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ১৭০ জন মহিলা নিয়ে গল্প করছেন তিনি! আসলে রাজস্থানের একটি যৌথ পরিবারে উপস্থিত হয়েছিলেন তারকা জুটি, যেখানে সদস্য সংখ্যা প্রায় ১৭০ জন। ভিকি তাঁর ইনস্টাগ্রামে পোস্টটি ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে নিজেই জানিয়েছেন, তাঁদের পরিবারে ১৭০ জন সদস্য রয়েছেন!