কুমিল্লার দেবিদ্বার উপজেলায়  মসজিদে ইফতার বিতরণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানা যান, সোমবার সন্ধ্যায় ভিংলাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে ইফতারের আয়োজন করে মসজিদ কমিটি। বিতরণের সময় একই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বাবুকে (১০) ইফতার কম দেওয়া নিয়ে কথাকাটি হয়। এর একপর্যায়ে মারামারি শুরু হয়। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম মাগরিবের নামাজ শেষে মিমাংসার আশ্বাস দেন। নামাজ শেষে সভাপতিসহ অন্যরা মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ লাঠি দিয়ে মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহ আলমের মাথায় আঘাত করেন। এ নিয়ে  আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় ৬ জন আহত হন। 

আহতদের চিকিৎসার জন্য উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হন। এসময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শাহীন আলম ও বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিমের ওপর হামলা চালানো হয়। 

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মসজিদ ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।