রমজান মাসে বগুড়া শহরের সাতমাথা এলাকায় প্রতিদিন ইফতারি দেওয়া হচ্ছে দরিদ্র, ছিন্নমুল মানুষদের। ১ টাকার ইফতারির এ বক্সে থাকছে একজনের খাবার উপযোগী গরু, মুরগি বা খাসির বিরিয়ানি, খেজুর ও শসা। ‘লাইফ লাইন’ নামে ব্যানারে আহসান হাবিব সেলিমসহ কয়েকজন যুবকের উদ্যোগে চলছে এই মানবিক কার্যক্রম।

প্রথম রোজা থেকেই এ কার্যক্রম চলছে। অসহায়রা যেন এই ইফতারিকে করুণা বা দান মনে না করেন, এ জন্য ইফতারি বক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ‘১ টাকা’। সেই ইফতারি কিনতে ভিড় করেন বৃদ্ধ-বৃদ্ধা ও পথের মানুষ। বাদ পড়ছেন না খেটে খাওয়া মানুষ। প্রতিদিন ১৫০ জনকে ইফতারি দেওয়া হচ্ছে।

শুরুর দিকে উদ্যোক্তা আহসান হাবিব সেলিম জমানো টাকায় ইফতার সামগ্রী কিনতে সমস্যায় পড়েন। পরে ৩০ হাজার টাকায় শখের ক্যামেরা বিক্রি করে দেন। পরে বন্ধুরাও তাঁকে এ কাজে সহায়তা করেন। এমনই এক যুবক বিশাল। আরও আছেন অহেদুর রহমান রবি, মারুফসহ ১০ জন। আর্থিকভাবে সহায়তা করছেন সৌদি প্রবাসী বন্ধু তুফান খান।

হাসান ও ওবায়দুর বলেন, ইফতারি হিসেবে মুড়ি-পিঁয়াজু জোগাড় করতেই আমাদের হিমশিম অবস্থা। আর এখানে ১২০ টাকার বিরিয়ানি মাত্র ১ টাকায় দেওয়া হচ্ছে। প্রতিদিন ইফতারের আগে ১ টাকার এ বক্স ছিন্নমূল, শিশু-কিশোর ও রোজাদারদের মধ্যে খুশির আমেজ নিয়ে আসে।

আয়োজকদের একজন আহসান হাবিব সেলিম বলেন, খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে ১ টাকায় ইফতারি বিক্রির উদ্যোগ নেন তাঁরা। প্রথমে নিজের শখের ক্যামেরা বিক্রির টাকায় এ কার্যক্রম শুরু করলেও এখন অনেকেই সহায়তা করছেন। মাসজুড়ে এ কার্যক্রম চালানোর ইচ্ছা আছে তাঁদের।