- ফিচার
- বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের
বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি
পটুয়াখালীর দুমকী উপজেলায় বজ্রপাতে রহমান চৌকিদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহমান চৌকিদার দক্ষিণ মুরাদিয়ার প্রয়াত আবুল কাসেম হাওলাদারের ছেলে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বিকেলে বৃষ্টির সময় চরে গরু আনতে যান রহমান চৌকদার। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন