ইন্টারনেটভিত্তিক ওটিটি [ওভার দ্য টপ] আর ইউটিউবনির্ভর বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ঈদ সামনে রেখে তৈরি করে নতুন নতুন প্রযোজনা। কয়েক বছর ধরেই এই মাধ্যমে নতুন প্রযোজনার সংখ্যা বাড়ছিল। নানা সীমাবদ্ধতা নিয়েও উৎসবের রং ছড়িয়ে দিতে অনলাইন প্ল্যাটফর্মগুলো গেল ঈদের মতো নতুন আয়োজনের পাশাপাশি পুরোনো নাটক আর সিনেমার পসরা সাজিয়েছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ঈদ আয়োজন নিয়ে লিখেছেন এমদাদুল হক মিলটন
বায়োস্কোপ
ঈদ উৎসবে দর্শকের ঘরে থাকার সময়টা যেন আনন্দময় হয়, সেই লক্ষ্য নিয়েই প্রস্তুত বায়োস্কোপ। একটি করে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে সাজিয়েছে তাদের আয়োজন। ওয়েব ছবি 'তিন শহরের গল্প' পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। ওয়েব সিরিজ 'আষাঢ়ে গল্প' পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। অভিনয়ে আসাদুজ্জামান নূর, সাবিলা নূর, অর্চিতা স্পর্শিয়া, খায়রুল বাশার প্রমুখ। এ ছাড়া রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গল্পকল্পদ্রুম'। বায়োস্কোপের কনটেন্ট অপারেশনস এক্সপার্ট নাজমুন তাবাসসুম মাইশা বলেন, 'দর্শক যে ধরনের কনটেন্ট পছন্দ করেন, তেমনটা নিয়েই আমাদের ঈদ আয়োজন।'
চরকি
স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবার ঈদ উপলক্ষে আসছে ওয়েব সিরিজ 'সিন্ডিকেট'। শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে ফারিণ-তুষিকে। গল্পের মূল আকর্ষণ যাঁকে ঘিরে, তিনি আফরান নিশো। ঈদের আগে প্রকাশ হয়েছে টার্কিশ সিনেমা 'হুইস্পার ইফ আই ফরগেট'। কেগান ইমরান পরিচালিত এ বিদেশি কনটেন্ট ঈদের আনন্দ বাড়িয়ে দেবে বলে মনে করছেন চরকির প্রধান পরিচলন কর্মকর্তা রেদওয়ান রনি।
বঙ্গবিডি
বঙ্গতে আসছে রোমান্টিক কমেডি ধারার নাটক 'বিউটি টেইলার্স'। খালেদ সজীবের গল্প ভাবনায় এটি পরিচালনা করেছেন আতিক জামান। অভিনয়ে সাদিয়া জাহান প্রভা, মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক প্রমুখ। বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, "শতভাগ বিনোদনধর্মী নাটক 'বিউটি টেইলার্স' সব শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাঁদেরকে নিয়ে যাবে সোনালি স্মৃতির অতীতে।"
হইচই বাংলাদেশ
প্রতি ঈদে নতুন কনটেন্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম হইচই। এই ঈদে প্রকাশ হবে ওয়েব সিরিজ 'কাইজার'। তানিম নুরের পরিচালনায় এই সিরিজে এডিসি কাইজার চৌধুরী নামে হোমিসাইড ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন নিশো। এ ছাড়া রয়েছেন মোস্তাফিজুর নুর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী প্রমুখ।
সিএমভি
আসছে ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ১২টি নতুন নাটক। এগুলো হলো শিহাব শাহীনের 'হট টেম্পার', 'আবারও অঘটন', 'রঙিলা ফানুস-২', জাকারিয়া সৌখিনের 'আই অ্যাম সিঙ্গেল', রুবেল হাসানের 'একচেঞ্জ রিটার্ন', চিংকিং পিকিং', মোরসালিন শুভর 'আপনজন', মাইদুর রাকিবের 'গ্যাংস্টারের বিয়ে', মুহম্মদ মিফতা আনানেন 'জান কোরবান', মিজানুর রহমান আরিয়ানের 'ব্যবধান', রাফাত মজুমদার রিংকুর 'ওয়েডিং ডায়েরি'। রাখির পরিচালনায় 'পিসলা'। সিএমভির কর্ণধার সাহেদ আলী পাপ্পু বলেন, 'গেল ঈদেও আমাদের ইউটিউব চ্যানেলে ব্যতিক্রমী আয়োজন ছিল। এবারের ঈদেও তার ব্যত্যয় ঘটেনি।'
ধ্রুব টিভি
ধ্রুব মিউজিক স্টেশন [ডিএমএস] বাহারি আয়োজনের পসরা সাজিয়েছে। তাদের প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিতদের পাশাপাশি নতুনদের গান প্রকাশ হবে। এ তালিকায় রয়েছে আঁখি আলমগীরের 'পিয়া গিয়েছে দুবাই'; কানিজ সুবর্ণার কণ্ঠে 'মায়া' শিরোনামের গান; মিলন মাহমুদের কণ্ঠে 'মনের মানুষ'। কণ্ঠশিল্পী লুৎফর হাসানের সঙ্গে প্রথমবার মৌলিক গান করলেন আফরোজা রূপা। আরও আছে কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের 'বন্ধুয়ারে', কাজী শুভর 'সে তো আমার হইলো না', প্রমা ইসলামের 'দূরে সরে যাচ্ছো', প্রমা শেখের 'করলা আমায় পর', ইথির 'জড়িয়ে রবো বুক পাঁজরে', জয় প্রকাশ মন্ডলের 'ভালোবাসার মন পাখি' গান।
ধ্রুব টিভির স্বত্বাধিকারী ধ্রুব গুহ বলেন, 'বছরের সবসময়ই ইউটিউব চ্যানেলে নানা আয়োজন থাকছে। ঈদে দর্শকদের প্রত্যাশার চাপ বেশি থাকে। ধ্রুব টিভির পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।'
জি সিরিজ
৩২টি নাটক, অনেক পুরোনো জনপ্রিয় সিনেমা প্রকাশ করবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। নাটকগুলোর মধ্যে রয়েছে 'ইনটেনশন', 'কবে হবে তিন বউ', 'বেহায়া বউ', 'প্রেমিক পাগল', 'ফাহাদের কুকুর জুঁইয়ের বিড়াল', 'আধুনিক মজনু', 'অর্ধ বিবাহ', 'হয়তো তবুও', 'সিনিয়র স্ত্রী', 'বড় বউ বনাম ছোট বউ', 'ঘর জামাই এক্সপ্রেস' প্রভৃতি।
ব্যক্তিগত ইউটিউব চ্যানেল
অভিনেতা মীর সাব্বির, শামীম জামান, আ খ ম হাসান, নিলয় আলমগীরসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য নাটক নির্মাণ করছেন। অভিনেতা মীর সাব্বির তাঁর ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করেছেন 'বাপবেটা রিসোর্টে'। এতে তাঁর সহশিল্পী সালহা খানম নাদিয়া। এছাড়াও তাঁর চ্যানেলে থাকছে নাটক 'মানিব্যাগ'। অভিনেতা ও নির্মাতা শামীম জামানের ইউটিউব চ্যানেল 'শরৎ টেলিফিল্ম' এ প্রচার হবে 'শালা দুলাভাই গরুর ব্যাপারী', 'সৎভাই', 'চালকের আসনে পিতা' নামের তিনটি নাটক।