ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আমাকে বোকা বানানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ

হাঁড়ির খবর

আমাকে বোকা বানানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ

রেজাউল করিম

প্রকাশ: ০৬ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২২ | ২১:৩৭

সবার মতো জনপ্রিয় তারকারও আছে ব্যক্তিজীবন, যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর...। আজ মাসুমা রহমান নাবিলার হাঁড়ির খবর তুলে ধরলেন রেজাউল করিম

শুনেছি, উপস্থাপনা আপনার প্রাণ। সেই উপস্থাপনা যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?
তাহলে উপস্থাপনার জন্য অন্য দেশে চলে যাব।

আপনার সবচেয়ে বড় দুর্বলতা- যা দিয়ে বোকা বানানো যায়?
বোকা বানাতে কোনো দুর্বলতা লাগবে না। আমাকে বোকা বানানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। কারণ, আমি মানুষকে সহজেই বিশ্বাস করি। পছন্দের মানুষ যা বলতে চায় তাই বিশ্বাস করি, আর বোকা হই। আমার বিশ্বাসই আমার বড় দুর্বলতা।

রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় গিয়ে টায়ার পাঙ্কচার হয়ে গেল। আপনি টায়ার পরিবর্তনও করতে জানেন না। কী করবেন তখন?
আমার স্বামীকে ফোন দেব। সে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করবে। কারণ তিনি আমার সুপারহিরো।

ভূত দেখলে কী করবেন?
জোরে চিৎকার করব। যাতে সব লোক এসে জড়ো হয়। আর ভূতকে বলব তুমি ভয় দেখাবে না!

আপনার একটি গোপন কথা বলুন, যা কেউ জানে না-
তাহলে আর গোপন কথা হলো কীভাবে? আর থাকলেও তা পাবলিকলি বলা যাবে না। গোপন কথা গোপনই থাক।

কোন ধরনের মানুষকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছা হয়?
যাদের একটা সময় মন থেকে ভালোবেসেছি, কিন্তু তারা যখন পেছন থেকে আঘাত করে, কটু কথা বলে, মিথ্যে বলে- এ রকম মানুষকে পেলে কষে একটা চড় মারতে ইচ্ছা হয়। বাস্তব জীবনে তো থাপ্পড় মারতে পারি না, তাই স্বপ্নে তাদের চড় মারি [হাসি]

এক দিনের জন্য অদৃশ্য হয়ে গেলে কী দুষ্টামি করবেন?
আন্তর্জাতিক তারকাদের নিয়ে আমার খুব কৌতূহল। তাদের সারাদিন কীভাবে কাটে তা অদৃশ্য হলে উড়ে গিয়ে এটি দেখব।

শপিং করতে গিয়ে ভক্তের বিড়ম্বনায় পড়েছেন?
কখনই বিড়ম্বনা মনে করি না। ভক্তরা তো আসে। কথা বলতে চায়। ছবি তোলে। এটাকে আমি বলব মধুর ঝামেলা।

ধরুন, শুটিংয়ের সময় কেউ একজন আপনার কাছে চিরুনি চাইল। তাঁর মাথায় আবার খুশকি আছে। তাকে কি চিরুনি ধার দেবেন?
প্রশ্নই উঠে না। খুশকি থাকুক আর না থাকুক, নিজের চিরুনি কাউকে দেই না, অন্যেরটা নেইও না।

কোন শব্দটি দিনে বেশিবার ব্যবহার করেন?
'আমার ফোন কই'- এ কথাটি দিনে বারবার বলি। আর মোবাইল ফোন খুঁজে বেড়াই।

জন্মদিনের আয়োজনে কাকে দাওয়াত দেবেন না?
এমন অনেক মানুষই আছেন, যাঁদের জীবনেও কোনোদিন দাওয়াত দেব না। সেটা এখানে বলা যাবে না।

শেষ কবে কার কাছে কানমলা খেয়েছেন?
না, কখনোই কানমলা খাইনি।

নিজ হাতের রান্না কাকে খাওয়াতে চান?
নিজ হাতে রাঁধতে আমি খুব পছন্দ করি। যেজন্য অনেক মানুষকে খাওয়াতে চাই। যাঁরা প্রশংসা করে তাঁদের বেশি বেশি দাওয়াত করে খাওয়াই।

ক্লাস ওয়ানে পড়ার সুযোগ পেলে কী করবেন?
আমাদের সময় ইন্টারনেট ছিল না। যেজন্য অনেক কিছু জানতে পারতাম না। আগে থেকে ইন্টারনেট ঘেঁটে অনেক কিছু শিখে বেশি বেশি স্মার্ট হবো।

চুলে চুইংগাম আটকে গেলে কী করবেন?
রাগ উঠবে। তারপর চুল কেটে ফেলব।

এক দিন রাষ্ট্রক্ষমতা পেলে কী করবেন?
ঢাকাবাসীকে জ্যাম থেকে উদ্ধার করব। আমার মনে হয়, যে কেউ ক্ষমতা পেলে এ কাজটিই করবেন।

প্রিয়জনদের কাছ থেকে কোন প্রশংসা বেশি শোনেন?
নাবিলার অনেক ধৈর্য আছে। সে অনেক ভালো রান্না করে। ভালো মেয়ে।

শুটিংয়ে গিয়ে দেখলেন আপনার কস্টিউম টাইট হয়ে যাচ্ছে। কী করবেন?
পরব না ওই ড্রেস। পরিবর্তন করে আনতে বলব।

দেশের কোনো এক জায়গায় গিয়ে দেখলেন, কেউ চিনতে পারছে না ... কী করবেন?
কিছু করব না। স্বাভাবিক থাকব। খুশিই হবো। আমি আমার মতো থাকতে পারব। আমাকে কোনোরকম সচেতন হতে হবে না। ইচ্ছেমতো ঘোরাঘুরি করব। ও কী যে শান্তি!

প্রথম দর্শনে প্রেম বিশ্বাস করেন?
না, প্রথম দেখায় প্রেম কী করে হয়! প্রথমে ভালো লাগতে হবে। তারপর প্রেম হবে ধীরে ধীরে।

আরও পড়ুন

×