বলিউড অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন

বলিউড অভিনেতা রিও কাপাডিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৩৮
মারা গেছেন বলিউডের শক্তিমান অভিনেতা রিও কাপাডিয়া। ‘দিল চাহতা হ্যায়’ থেকে ‘চাক দে ইন্ডিয়া’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৬৬ বছর বয়সী অভিনেতা রিও কাপাডিয়ার পরিবার একটি বিবৃতি দিয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিওর স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তানও রয়েছে। পরিবার সূত্রে খবর, অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় গতকাল১১টায় গোরেগাঁওতে।
রিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেইড ইনহেভেন ২-এ দেখা গিয়েছিল, যা চলতি বছর আগস্টে মুক্তি পেয়েছিল। এখানে তিনি ‘কেশব আর্য’র চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি দর্শক প্রশংসিত হয়েছিল।এর আগে হট স্টারের ‘সিটি অব ড্রিমস’-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ওদেখা গিয়েছিল তাঁকে।
‘মায়ানগরী-সিটি অব ড্রিমস’, ‘দ্য টেস্ট কেস’, ‘দ্য ভার্ডিক্ট–স্টেট ভিএস নানওয়াতি’, ‘বোম্বে বেগম’-এর মতো অনেক ওটিটির কাজে এই অভিনেতার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। ‘দ্য বিগ বুল’,‘মারদানি’, ‘মহাভারত’, ‘এজেন্ট বিনোদ’, ‘মুম্বাই মেরি জান’,‘এক লডকি অঞ্জনি হ্যায়’, ‘কর্ম’, ‘কুসুম’ তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজ।
- বিষয় :
- রিও কাপাডিয়া
- বলিউড অভিনেতা
- মারা গেছেন