ঢাকাই ছবির চিত্রনায়ক রোশান আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন।  চলতি মাসের প্রথম সপ্তাহে সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে তিনি ফেসবুকে জানালেন বাবা হওয়ার খবর। সঙ্গে নবজাতকের চারটি ছবিও শেয়ার করেছেন এই নায়ক।

রোশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন।

বাবা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিয়ায় রোশান বরেন ‘বাবা হলাম এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। এ অনুভূতি তো বর্ণাতীত।’

রোশান ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।  সেদিন তাঁর এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন ।

এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান সেদিন বলেছিলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’