বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কান উৎসবের অষ্টম দিন পার হলো গত মঙ্গলবার। বিভিন্ন দেশের নামিদামি তারকাদের পদচারণায় এরই মধ্য উৎসব বেশ জমে উঠেছে। প্রতিদিন পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে থাকা লালগালিচায় চলছে তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। জানা গেছে, গতকাল পর্যন্ত কানের লালগালিচা মাড়িয়েছেন ১০ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ করতালি আর উচ্ছ্বাস ছিল হলিউড সুপারস্টার জনি ডেপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতিতে। তাঁরা যতক্ষণ লালগালিচায় ছিলেন, ততক্ষণই ছিল করতালি।

কান উৎসবে প্রথম সাত দিন বলিউডের অনেকেই আলো ছড়িয়েছেন লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নের নানা আয়োজনে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, এষা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, সারা আলি খান, উর্বশী রাউতেলা, ডায়ানা পেন্টি।

গত সোমবার নতুনরূপে হাজির হয়েছিলেন দক্ষিণী নায়িকা-গায়িকা শ্রুতি হাসান। প্রখ্যাত অভিনেতা কমল হাসান কন্যার কালো পোশাক যেন আলো ছড়ালো কান উৎসবের লালগালিচায়। এদিন সন্ধ্যায় তিনি খোলা চুলে হাজির হন কালো রঙের অন্যরকম এক পোশাকে। এর সামনে ঝুলছিল বড় একটি কালো ফুল। তার সঙ্গে ছিলেন ‘দ্য আই’ ছবির গ্রিক নির্মাতা ড্যাফনে শমন। এবারই প্রথমবারের মতো কান উৎসেব গিয়েছেন অভিনত্রী সানি লিওন।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন রাতে চোখ ধাঁধানো মঞ্চের সামনে হেঁটে আসেন ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরিহিতা এক তরুণী। ‘পালে দে ফেস্টিভ্যাল’-এর সিঁড়িতে দাঁড়িয়ে ইউক্রেনের ওপর হওয়া রুশ হামলার প্রতিবাদস্বরূপ গায়ে ঢাললেন প্রতীকী রক্ত। গত বছর একই মঞ্চে ইউক্রেনের এক তরুণী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। বুকের ওপর আঁকা নীল এবং হলুদ পতাকার ওপর ফুটে উঠেছিল একটি বার্তা।

এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।