বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘পরাশক্তিরা স্যাংশন দিক বা না দিক, জনগণের দিক থেকে বিএনপিকে আমরা স্যাংশন আরোপ করেছি। ভবিষ্যতে বাংলার জনগণের পক্ষ থেকে এদের রাজনৈতিক কবর আমরা নিশ্চিত করব। এদেরকে চিরস্থায়ীভাবে নির্বাসনে পাঠাব। ১৯৫৪ সালে মুসলিম লীগের ভবিষ্যৎ যেমন হয়েছিল বিএনপির তেমন ভবিষ্যৎ আমরা নিশ্চিত করব।’  

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায়’ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘হোয়াইট কালার ক্রিমিনাল’ আখ্যা দিয়ে সাদ্দাম বলেন, ‘এদের (বিএনপি) পুরো রাজনীতিক দল একটি ক্রিমিনাল গ্যাং। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বচ্ছ পোশাক পরে অস্বচ্ছ কথা বলেন। তিনি স্বচ্ছ পোশাক পরে এই বাংলাদেশের রাজনীতিকে অস্বচ্ছ করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস না করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। মির্জা ফখরুল ইসলাম হোয়াইট কালার ক্রিমিনালের টেক্সট বুক উদাহরণ। যারা অভিজাত ও তথাকথিত গণতন্ত্রের কথা বলেন। কিন্তু প্রকারান্তে হত্যার রাজনীতি করে, পর্দার পিছন থেকে ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। এরাই হোয়াইট কালার ক্রিমিনাল। আমরা এদের ধিক্কার জানাই।’  

ছাত্রলীগের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা ফের হত্যার হুমকি দিয়েছে। বিএনপির ২০ দফা ১০ দফা নয়। তাদের একটাই দফা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা। প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে তারা বাংলার জনগণের ক্ষমতায় বসতে চায়। শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে তারা জনগণের পরাজয়, মুক্তিযুদ্ধের চেতনা স্তম্ভিত করতে চায়। আমরা ধিক্কার জানাই এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে।’

কমিউনিটি সেবা জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাদ্দাম হোসেন আরও বলেন, ‘জাতিসংঘ শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বাস্থ্যসেবার স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়- তারা বলেছে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য গণস্বাস্থ্যসেবার লক্ষ্য পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে শেখ হাসিনা ইনিশিয়েটিভ গ্রহণ করতে হবে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য দেন।