বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবন ও মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রদর্শন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ ৫ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির আনোয়ার ও ব্যারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এ কে খান উজ্জল, মশিউর রহমান রাহাত ও বিরোজা বালা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিট আবেদনে বলা হয়, ১৯৯৬ সালে সালমান শাহর অপমৃত্যু হয়। কিন্তু এত দিনেও এই ঘটনার রহস্য উন্মোচন হয়নি। সালমান শাহের অপমৃত্যু নিয়ে আদালতে এখনও মামলা চলছে। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তাঁর মৃত্যু নিয়ে কাল্পনিক ড্রামা সিরিয়াল তৈরি সম্পূর্ণ বেআইনি। এর আগে এই সিরিজ প্রদর্শন বন্ধ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় রিট দায়ের করা হয়।

গত মাসের শেষের দিকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এ সিরিজ প্রদর্শন করা হয়। তানিম রহমান অংশু ও শাহরিয়ার শাকিল প্রযোজিত সিরিজটির নামের সঙ্গে মিল রয়েছে প্রয়াত নায়ক সালমান শাহের শেষ সিনেমা ‘বুকের ভিতর আগুন’-এর। আটটি এপিসোডে সাজানো হয়েছে সিরিজটি। এক-একটি এপিসোড ১৯ থেকে ৩৩ মিনিটের। সব মিলিয়ে চার ঘণ্টার কাছাকাছি। রহস্য উন্মোচন করার লড়াইয়ে নামা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমান শাহের আদলে দেখা গেছে ইয়াশ রোহানকে, তাঁর স্ত্রীর চরিত্রে আছেন তমা মির্জা। নায়কের মা হিসেবে আছেন তানিয়া আহমেদ। আছে সালমান শাহের নায়িকা চরিত্রও, শাহনাজ সুমি আছেন নায়িকার আদলে। তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেককে দেখা যায় এই সিরিজে।