জয়পুরহাটে কালাই পৌরশহরে আপত্তিকর ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এনামুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের থুপসাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মৃত হানিফ সরকারের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, বিয়ে বিচ্ছেদের পর ওই নারী তাঁর এক সন্তানকে নিয়ে বাবার বাড়ি পৌর শহরের থুপসাড়া মহল্লায় বসবাস করছেন। এ সুযোগে এনামুল হক ওই নারীকে বিয়ের কথা বলে সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে কৌশলে ফোনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে এনামুল। এরপর ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ৯ জানুয়ারি রাতে এনামুল বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় ওই নারী চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে এনামুলকে হাতেনাতে আটক করে।

এদিকে ঘটনাটি মীমাংসার জন্য রাতেই গ্রামে বৈঠক বসে। তখন এনামুল সেখান থেকে পালিয়ে যায়। পরে ১১ জানুয়ারি ওই নারী বাদী হয়ে এনামুলকে আসামি করে মামলা করেন।