দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে ঢাকার এই নায়কই প্রথম দুই বাংলার সবচয়ে জনপ্রিয় নায়কের তকমা পান। ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই নায়ক বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।

সেখানে দীর্ঘ ৭ বছর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে ফেরদৌসের। এক ঘণ্টারও বেশি সময় আড্ডা দিয়েছেন দুজনে।

দুই বন্ধুর সেই আড্ডার ছবি ফেসবুকে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘অনেক দিন বাদে হঠাৎ দেখা দোস্তের সাথে। ধন্যবাদ এখানে আসার জন্য।’


এই আড্ডা প্রসঙ্গে ফেরদৌস জানিয়েছেন, ‘অনেকদিন পর বুম্বাদার সঙ্গে দেখা হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। ৭ বছর তো হবেই। একটুও বদলাননি তিনি। সেই আগের মতোই আন্তরিকতা ও ভালোবাসায় আবদ্ধ করলেন আমাকে। তার ব্যবহারে সবসময় আমি মুগ্ধ। এত বছর পর আবারো মুগ্ধ হলাম। বুম্বাদা ঢাকার সিনেমার সব খবর রাখেন। ঢাকায় আসার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি এলে খুব খুশি হব।’ 

ফেরদৌস জানিয়েছেন, দুজনে আড্ডায় সময় সেখানে নায়ক জিৎ চলে আসেন।

ফেরদৌস আরও বলেন, ‘আমার সন্তানরা এখন কত বড় হয়েছে সেই খবর নিয়েছেন। প্রাণভরে আশীর্বাদ করেছেন। তার ছেলের জন্যও আমি আশীর্বাদ করেছি।’

ফেরদৌস ও প্রসেনজিত একসঙ্গে ‘প্রতিহিংসা’ ও ‘ফুল আর পাথর’ দুটি সিনেমায় অভিনয় করেছেন।