- বিনোদন
- ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসর শুরু ১২ আগস্ট
ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসর শুরু ১২ আগস্ট

দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা-২০২২’ এর চতুর্থ আসর আগামী ১২ আগস্ট শুরু হবে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখা যাবে।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে সরাসরি এর সম্প্রচার হবে। এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার দেশাল।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট (www.magicbauliana.com.bd) ও ফেসবুক পেজ (www.facebook.com/magic.bauliana/) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন