- বিনোদন
- টাকার মেশিন নিয়ে আসছেন তাহসান ও তিশা
টাকার মেশিন নিয়ে আসছেন তাহসান ও তিশা

তানজিন তিশা ও তাহসান
টিভির পাশাপাশি ওটিটি প্লাটফর্মের কাজের দিকেও ঝুকছেন অভিনয় শিল্পীরা। তাহসান ও তিশাকেও এ মাধ্যমে প্রায় দেখা যায়। আগামী ৪ জুনও দেখা যাবে তাদের।
‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’এই সংলাপটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো বেশ ক'মাস আগে। এই সংলাপটি মূলত 'মানি মেশিন' নামে একটি ওয়েব ফিল্মের। এই ফিল্মেই অভিনয় করেছেন তাহসান-তিশা।
মারুফ রহমানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি গল্প ও নির্মাণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের । তিনি জানান, অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমার বিশ্বাস কাজটি দর্শকদের পছন্দ হবে।
তিশা বলেন, মানি মেশিন দারুণ গল্পের। কাজ করার সময়েই মনে হয়েছে এটি দর্শকদের পছন্দ হবে। সামাজিক অনেক বিষয়েও চিত্র উঠে এসেছে এতে।'
ওয়েব ফিল্মটি প্রয়োজনা করেছ বেঙ্গল মাল্টিমিডিয়া। বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।
গত বছর শুটিং শেষ হওয়া মানি মেশিন এর ৪ জুন প্রচার হবে আর টিভি প্লাস ওটিটি প্লাটফর্মে।
মন্তব্য করুন