- বিনোদন
- অভিনেত্রী সাহানার রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার
অভিনেত্রী সাহানার রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

মালায়ালাম অভিনেত্রী সাহানার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার কেরালার কোঝিকোড়ে অবস্থিত নিজ বাসা থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সাহানার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে স্বামী সাজ্জাদের হাতে পারিবারিক নির্যাতনের শিকার। তার মেয়ে খুন হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে আটক করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, মৃত্যুর আগের দিন ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। বেশ ধুমধাম করে নিজের ২২ বছরের জন্মদিন পালন করেছিলেন তিনি। কিন্তু পরদিনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
শুক্রবার কোঝিকোড়ে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
কাজের জন্য কেরালায় থাকতেন সাহানা। তার স্বামী কর্মসূত্রে কাতারে থাকতেন। জানা গিয়েছে, সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় শুরু করার পরই তার স্বামী কাতার থেকে ফিরে আসেন। বর্তমানে তিনি বেকার।
মৃত অভিনেত্রীর মায়ের অভিযোগ, সাহানার থেকে টাকা চাইতেন সাজ্জাদ। টাকা না দিলেই মদ্যপ অবস্থায় অশান্তি, ঝামেলা করত। অভিনেত্রীর মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
সাহানার মা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা সঙ্গে শেষ বার ফোন কথা হয়েছিল তার। জন্মদিনে কী কী করেছেন, সব কথাই অভিনেত্রী মাকে জানিয়েছিলেন।
মন্তব্য করুন