আলোচনায় জেফার

জেফার রহমান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ১৬:০০
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান।
২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে।
সংগীতশিল্পী হিসেবেই বেশি পরিচিত জেফার রহমান। তবে অভিনয়ে নাম লিখিয়ে আলোচনায় রয়েছেন এই গায়িকা।
গত আগস্ট মাসে সিনেমায় নাম লিখিয়েছেন জেফার। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ নামে প্রথম চলচ্চিত্রেই তিনি পেয়েছেন চঞ্চল চৌধুরীর মতো একজন গুণী অভিনেতাকে।
সম্প্রতি উপস্থাপক রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদ ইস্যুতে জেফারের নাম জড়িয়েছে। অবশ্য রাফসানের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলেই জানিয়েছেন জেফার।
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে জেফার বলেন, ‘আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু রাফসানকে নিয়ে আলোচনাটা অনেক দূর গড়িয়েছে। রাফসানের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের । এমন বন্ধু যেমনটা ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে। আমরা একসঙ্গে শো করেছি। বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, ঘুরেছি, কিন্তু সেটা কেবলই দুজনে মিলে নয়। আমাদের আরও বন্ধুরাও সাথে ছিল।’