ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

শাড়িতে সাবিলা

শাড়িতে সাবিলা

সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ | ১৬:৫৯

ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। গত কয়েক বছর ধরে দর্শকদের উপহার দিচ্ছিন দারুণ দারুণ নাটক। এরই মাঝে ওয়েব দুনিয়াতেও অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন।

টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউটার্ন।

নাটকের গন্ডি পেরিয়ে নির্মাতা আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি প্লাটফর্মে অভিষেক হয়ে। সর্বশেষ কাজ করেছেন ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজ।

সাবিলা চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ইংরেজি সাহিত্যে সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে পড়ালেখা শেষ করেছেন তিনি।

২০১৯ সালে ২৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবিলা। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের।

আরও পড়ুন