ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

লন্ডনের মাটিতে চঞ্চল

লন্ডনের মাটিতে চঞ্চল

চঞ্চল চৌধুরী

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ০৭:২৫ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ | ১৪:০৫

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন বায়োপিক নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ইউরোপে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে আয়োজিত উৎসব লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে।

পদাতিকের প্রথম প্রদর্শনীর উপলক্ষে লন্ডন যাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন ‘‌সৃজিত দার সঙ্গে “পদাতিক”এর অনেক বড় একটা সফর।

অন্যদিকে গেল সপ্তাহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘‌হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী পেতে যাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।

চলতি বছরের শুরুতে কলকাতায় শুরু হয়েছিল পদাতিক সিনেমার শুটিং।

সৃজিত মুখার্জির সিনেমার মধ্য দিয়েই কলকাতার বড় পর্দায় আসছেন এ অভিনেতা। মৃণাল সেনের সঙ্গে নিজের চেহারার খানিক মিল রয়েছে বলে মনে করেন এ অভিনেতা।

চঞ্চল চৌধুরী তার অভিনয় দিয়ে পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয়। সম্প্রতি ওয়েব কনটেন্টগুলো জনপ্রিয়তার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 

এর সঙ্গে হাওয়া সিনেমার চান মাঝির বেশের চঞ্চল বাংলাদেশ ও কলকাতার মানুষের মন জয় করেছিলেন, যার আভাস সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্পষ্ট। এবার মৃণালের বেশে চঞ্চলকে দেখার অপেক্ষায় কলকাতা ও বাংলাদেশ।

আরও পড়ুন