- শিক্ষা
- বুকে কাঁচি ঢুকে শিশুর মৃত্যু
বুকে কাঁচি ঢুকে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে মাটিতে পড়ে থাকা কাঁচি বুকে ঢুকে ধীমান মন্ডল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ধীমান একই গ্রামের মুদি ব্যবসায়ী বাসুদেব মন্ডলের দুই ছেলের মধ্যে ছোট।
নিহতের দাদি অর্চনা মন্ডল জানান, শিশুটির মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত থাকায় ধীমান রান্না ঘরের পাশ্ববর্তী ৩/৪ ফুট উঁচু সীমানা প্রাচীরের উপর বসে খেলছিল। প্রতিবেশি এক ভাড়াটিয়া ধীমানকে ধরতে গেলে সে নিচে পড়ে যায়। এসময় মাটিতে বিপদজনকভাবে থাকা চুল কাটা কাঁচি শিশুটির ডান বুকে ঢুকে যায়। শ্যামনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, বুকে কাঁচি ঢুকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।
মন্তব্য করুন