- শিক্ষা
- নিখোঁজ আমিন হিলালীকে ফিরিয়ে দেওয়ার আবেদন
নর্থ সাউথের দুর্নীতি মামলা
নিখোঁজ আমিন হিলালীকে ফিরিয়ে দেওয়ার আবেদন

আমিন মোহা. হিলালী। ফাইল ছবি
দু'দিনেও সন্ধান মেলেনি আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহা. হিলালীর। স্বজনরা বলছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার ব্যাপারে কিছু জানা যায়নি।
এ পরিস্থিতিতে তাকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছে তার পরিবার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আমিন মোহা. হিলালী। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনাবেচায় দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি।
তার ভাই রফিকুল ইসলাম হিলালী সংবাদ সম্মেলনে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে খোঁজ নেওয়া হয়েছে। এমনকি দুর্ঘটনা, ছিনতাইয়ের শিকার বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি মাথায় রেখে হাসপাতালেও বারবার গেছি। তবে দু'দিনেও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ভাইকে ফিরিয়ে দিন।
পরে তিনি সমকালকে বলেন, এভাবে একটি মানুষ উধাও হয়ে যেতে পারে না। তিনি যেখানে যে অবস্থাতেই থাকুক, সরকারের উচিত অবিলম্বে তাকে খুঁজে বের করা। তার কোনো অপরাধ থাকলে তাকে আদালতে সোপর্দ করা হোক। কিন্তু তার অবস্থানের ব্যাপারে আমরা কিছুই জানতে পারছি না। তিনি এ দেশের একজন নাগরিক, তাকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব।
সংশ্লিষ্টরা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনাবেচার ক্ষেত্রে প্রায় ৩০৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গত ৫ মে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টি ও আমিন হিলালীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
স্বজনরা বলছেন, জমি কেনাকাটায় ওই পরিমাণ অর্থ কমিশন বা ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে আমিনের বিরুদ্ধে, যা সঠিক নয়।
মন্তব্য করুন