চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাপায় দীপঙ্কর নাথ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  সকাল ১১ টায় উপজেলার কালাবিবি দীঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দীপঙ্কর পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামের সজল নাথের ছেলে। কিছুদিন আগে তার বাবা মারা গেছে।

পুলিশ জানায়, দীপঙ্কর পটিয়া থেকে তার মামা সুজিতে সাথে আনোয়ারায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে সকাল ১১ টায় দীপঙ্কর নাথ সিএনজি যোগে কালাবিবি  দীঘির মোড়ে পৌঁছে। সেই সময় রাস্তা পার হতে গেলে স্কয়ারের ওষুধ কোম্পানির পিকআপের চাপায় দীপঙ্কর ঘটনাস্থলে মারা যায়।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পিকআপের চাপায় শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পিকআপ ও গাড়ির চালককে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।