- অর্থনীতি
- ৪ কোটি টাকার বেশি সম্পদে দিতে হবে সারচার্জ
৪ কোটি টাকার বেশি সম্পদে দিতে হবে সারচার্জ

কারও নিট সম্পদমূল্য ৪ কোটি টাকা পর্যন্ত হলে তাকে সম্পদের ওপর কোনো ধরনের সারচার্জ দিতে হবে না। তবে ৪ থেকে ১০ কোটি টাকার নিট সম্পদ থাকলে প্রদেয় আয়করের ওপর ১০ শতাংশ হারে সারসার্জ দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত বাজেটে বলা হয়, দুটি মোটরগাড়ির মালিকানা বা ৮০০০ বর্গফুট কিংবা এর বেশি গৃহসম্পত্তি থাকলেও আয়করের ওপর একই হারে সারচার্জ দিতে হবে। বর্তমানে তিন কোটি টাকা পর্যন্ত সম্পদে সারচার্জ দিতে হয় না।
এ ছাড়া বাজেট প্রস্তাবনা অনুসারে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে আগের মতোই ব্যক্তি করদাতার নিট সম্পদসীমা ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে থাকলে তাকে প্রদেয় আয়করের ওপর ২০ শতাংশ সারচার্জ দিতে হবে। আর ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার উপরে সম্পদের জন্য ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।
এর আগে আজ বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
/এমএইচটি/
মন্তব্য করুন