- অর্থনীতি
- আমদানি করা গুঁড়া দুধ বন্ধের পক্ষে এনবিআর চেয়ারম্যান
আমদানি করা গুঁড়া দুধ বন্ধের পক্ষে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, গুঁড়া দুধ উৎপাদনের জায়গা তৈরি করতে হবে। সেখানে সাপোর্ট দেওয়া প্রয়োজন। আমরা আমদানি করা গুঁড়া দুধ চাই না।
রোববার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনসহ ১৪টি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন খামার মালিকদের আগামী ২০ বছরের জন্য আয়কর রেয়াত ও দেশীয় উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য এবং মাংসের ওপর সব ভ্যাট প্রত্যাহার চেয়েছেন। এছাড়া বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে সাফটা চুক্তি থেকে হিমায়িত মাংস আমদানি বাতিল এবং অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেন মোহাম্মদ ইমরান।
প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, বাইরে থেকে আনা, আমদানি করা গুঁড়া দুধ আমরা চাই না। এই জায়গাটা দেখতে হবে। গুঁড়া দুধের প্রোডাকশনের জায়গা তৈরি করতে হবে। সেখানে সাপোর্ট দেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) কৃষিজ পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনে অব্যাহতি প্রদান, কৃষি প্রক্রিয়াজাতকারী শিল্প প্রতিষ্ঠানের উপকরণ হিসেবে পণ্য আমদানির ক্ষেত্রে অগ্রিম কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে।
মন্তব্য করুন