- অর্থনীতি
- লেনদেন কমেছে শেয়ারবাজারে
লেনদেন কমেছে শেয়ারবাজারে

ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা ফিরিয়ে আনার পর বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন প্রায় ২৫ কোটি টাকা কমে ৪২৮ কোটি টাকার নিচে এবং দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে লেনদেন ৮ কোটি টাকায় নেমেছে।
বুধবার এক আদেশে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে ১৬৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ফ্লোর প্রাইস ফিরিয়ে এনেছে, সেগুলোর মধ্যে ১০৪টির নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ হয়েছে বুধবারের তুলনায় কম দরে। অর্থাৎ এসব শেয়ারের দর স্বয়ংক্রিয়ভাবেই কমে দিনে লেনদেন শুরু হয়।
দিনের লেনদেন শেষে দেখা যায়, এসব শেয়ারের মধ্যে ৪০টির দর বেড়েছে। অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে বাকি ৬৪টির। সার্বিক হিসাবে প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল ৭২ শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ৮৮টির দর কমেছে, দর অপরিবর্তিত থেকেছে ১৪৯টির। ক্রেতার অভাবে এদিন ৮১ শেয়ারের কোনো লেনদেন হয়নি।
পর্যালোচনায় দেখা গেছে, সার্বিক নিম্নমুখী ধারার মধ্যে তথ্য ও প্রযুক্তি খাতের লেনদেন হওয়া ১০ শেয়ারের মধ্যে সাতটির বাজারদর বেড়েছে। এ খাতের প্রায় ১৩১ কোটি টাকার লেনদেন ছিল খাতওয়ারি লেনদেনের সর্বোচ্চ, যা মোটের সাড়ে ৩০ শতাংশের বেশি।
একক কোম্পানি হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন চিনকল ও রুগ্ণ কোম্পানি জিল বাংলা সুগার মিলস ছিল দরবৃদ্ধির শীর্ষে। ১০ শতাংশ দর বেড়ে শেয়ারটি সর্বশেষ ১৩৭ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হয়েছে। প্রায় একই হারে দর বেড়ে এডিএন টেলিকম, শ্যামপুর সুগার এবং বিজিআইসি ছিল দরবৃদ্ধির শীর্ষ চারে। একক কোম্পানি হিসেবে এডিএনের ৩৫ কোটি টাকার লেনদেন ছিল সর্বোচ্চ।
মন্তব্য করুন