রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

পড়াশোনার জন্য শাসন করায় অভিমানে জাহিদুল ইসলাম শাকিব নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। ওই কিশোর রাজধানীর বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে শাকিবদের প্রতিবেশী সবুজ জানান, শাকিব পটুয়াখালী সদর উপজেলার কিসমতকরন গ্রামের ঠিকাদার আব্দুর রহিমের ছেলে। সে খিলগাঁও সিপাহীবাগ ভুইয়াপাড়া খালেক দারোগার গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।

শাকিবের বাবা আব্দুর রহিম জানান, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই রুমে ঘুমাতে যায়। ভোর রাতের দিকে শাকিব সবার রুমের দরজা বাইরের দিক থেকে আটকে দিয়ে ড্রইংরুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। আজ সকালে রুম থেকে বের হওয়ার সময় দরজা আটকানো দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একপর্যায়ে দরজা ভেঙে বেরিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

তিনি আরও জানান, পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে পুলিশ তার লাশ মর্গে পাঠান।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা সমকালকে বলেন, এ ঘটনায় মৃতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। সেখানে তিনি ছেলেকে পড়াশোনার জন্য শাসন করায় সে অভিমানে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছেন। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।