- ঢাকা
- নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। ছবি: সমকাল
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বলমন্তচর এলাকা এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বলমন্তচর এলাকার বাসিন্দা হাসান আলী ও মো. রিপন খাস জমিতে দোকান নির্মাণ করেছিলেন। এ কাজ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও বন্ধ হয়নি নির্মাণকাজ। ফলে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।
তিনি বলেন, খাস জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছিলো। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন