- ঢাকা
- অবৈধ দখলমুক্ত চট্টগ্রামের আউটার স্টেডিয়াম
অবৈধ দখলমুক্ত চট্টগ্রামের আউটার স্টেডিয়াম

ছবি- সমকাল
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামের চারপাশে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় বেশকিছু স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা বলেন, আউটার স্টেডিয়ামের পূর্ব ও উত্তর পাশের অবৈধ রেস্তোরা, নার্সারি, জুসের দোকানসহ বেশকিছু খাবারের দোকান ছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সরে যেতে বেশ কয়েকবার বলা হয়। এতে তারা কর্ণপাত করেনি। এ জন্য অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, আউটার স্টেডিয়ামটি চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার মাঠ। এর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ২০১৮ সালে সিটি করপোরেশন আউটার স্টেডিয়ামের চারপাশে রেস্তোরাসহ নানা স্থাপনা নির্মাণের অনুমতি দেয়।
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মাঠের জায়গার সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও সেখানে দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। তাদের সাবধান করে একাধিকবার সময় দেওয়া হলেও তারা সরেনি। তাই উচ্ছেদ করে দখলকৃত জায়গা উদ্ধার করতে হলো। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে।
মন্তব্য করুন