ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সংলগ্ন পদ্মা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ডুবুরিরা লাশ দুটি উদ্ধার করে। 

নিহতরা হলেন, ফরিদপুরের হাট গোবিন্দপুর এলাকার দাউদ মৃধা ও চলভদ্রাসনের চর অযোধ্যা গ্রামের রানা খন্দকার। 

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়। গত ৫ ফেব্রুয়ারি দোহার থেকে চরভদ্রাসনগামী দুটি স্পিড বোটের মাঝ পদ্মায় সংঘর্ষ ঘটে। এ সময় একজন নিহত হন। নিখোঁজ হন পাঁচজন। নিখোঁজদের মধ্য থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হলো।