- ঢাকা
- দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপ আছে, ভোগান্তি নেই
দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপ আছে, ভোগান্তি নেই

চাপ থাকলেও ভোগান্তি নেই দৌলতদিয়া ঘাটে। ছবি- সমকাল।
প্রিয়জনের সাথে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত দৌলতদিয়া ঘাট। তবে ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না এবার।
আজ বুধবার বিকেলে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।
ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি প্রচুর মোটরসাইকেল পার হচ্ছে। প্রায় প্রতিটি মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে নারী ও শিশসহ মালামাল বহন করছেন চালকরা। এ ছাড়া সময় যত বাড়ছে ততই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে। তবে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন।
-62c5732b414fa.jpg)
ঘাটে কোরবানির পশুবাহী ট্রাক তেমন আটকে নেই। ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে চলে যাচ্ছে গন্তব্যে। তবে আজ স্রোতের কারণে ফেরি চলাচলে অসুবিধা হচ্ছে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।
যাত্রীরা জানান, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চাপ কমেছে। ফলে ঈদে ভোগান্তি ছাড়া এবারই প্রথম তারা বাড়ি ফিরছেন। তাছাড়া বাড়তি কোনো ভাড়াও দিতে হয়নি। ফলে এবারের ঈদে আনন্দ আরও বেড়ে গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আজ (বুধবার) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭৩০টি যানবাহন দৌলতদিয়া ঘাট ব্যবহার করে নদী পার হয়েছে।
মন্তব্য করুন