ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সগিরা মোর্শেদ হত্যা মামলা / খুনের বিশদ বর্ণনা ডা. হাসান ও তাঁর স্ত্রীর জবানবন্দিতে

রাজধানীর সিদ্ধেশ্বরীতে গৃহবধূ সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত দুই পরিকল্পনাকারীর জবানবন্দিতে চাঞ্চল্যকর ঘটনাটির বিশদ বর্ণনা উঠে আসে। তারা হলেন সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী ও তাঁর স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন। জবানবন্দিতে তারা দাবি করেন, সগিরা অপমানজনক কথা বলতেন। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই তাদের কলহ হতো। একপর্যায়ে তাঁকে ‘শায়েস্তা’ করার পরিকল্পনা করা হয়। জবানবন্দিতে তারা নিজেদের সংশ্লিষ্টতা স্পষ্ট করেছেন। তবে রায়ে তারা খালাস পান।

আপডেটঃ ১৭ মার্চ ২০২৪ | ১৬:৫২
খুনের বিশদ বর্ণনা ডা. হাসান ও তাঁর স্ত্রীর জবানবন্দিতে

প্রেম ও বিয়ের ফাঁদে স্বাস্থ্য কর্মকর্তার ‘সর্বনাশ’

ফেসবুকের মাধ্যমে স্বল্প সময়ের পরিচয়। সেই ফেসবুক মেসেঞ্জারের ভিডিও কলেই বিয়ে। এরপর স্বামী দাবি করে ঢাকায় দেখা করতে বাধ্য করে ভুক্তভোগী স্বাস্থ্য কর্মকর্তাকে। পরে তাকে ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রিসোর্টে রাখে অভিযুক্ত চিকিৎসক আবদুর রাজ্জাক খান। সেখানে ওই স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। তারপর থেকে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে ভুক্তভোগীকে দীর্ঘ ছয় বছর নির্যাতন এবং ৫০ লাখ টাকা ব্যাংক লোন করে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল রাজ্জাক। 

আপডেটঃ ১২ মার্চ ২০২৪ | ০৩:০০
প্রেম ও বিয়ের ফাঁদে স্বাস্থ্য কর্মকর্তার ‘সর্বনাশ’