ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদেরও দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ৩ জুন শনিবার থেকে ৬ জুন মঙ্গলবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

/এসআর/