- কার্টুন
- চনপাড়ায় রাতভর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫
চনপাড়ায় রাতভর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় পাঁচজনকে।
বুধবার রাতভর এ অভিযান চালানো হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে। ওই দিন দুপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও ২৪ জন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, বুধবার গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর চনপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় উদ্ধার করা হয় রামদা, চাপাতি, সামুরাই, হেলমেট, লাঠিসোটা ও জ্যাকেট।
পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারা হলো- বিল্লাল হোসেন, জুয়েল, শিহাব উদ্দিন, রাকিব ও জাকির। আতাউর রহমান বলেন, অন্য একটি মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন