ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার বিকেল তিনটায় ছাত্রসমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। 

দুপুর সাড়ে ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদেরকে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। 


এই ছাত্রসমাবেশ সম্পর্কে ছাত্রলীগ নেতারা বলেছেন, সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন। অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী সমাবেশে যোগ দেবেন। এ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’

ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।