রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ শান্তি রানী দাসের (২৭) মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

একই ঘটনায় দগ্ধ শান্তির স্বামী রাজু বসাক (৩৬) গত শুক্রবার রাতে মারা গেছেন। এ ছাড়া তার মা ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, রাজুর শরীরের ৫২ শতাংশ ও শান্তির ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। শান্তিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাজুর মা কান্তা রানী (৬০) এবং দুই সন্তান কৃষ্ণ দাস (৭) ও লক্ষণ দাস (৪) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় দগ্ধ রাজু, তাঁর স্ত্রী, মা ও দুই সন্তানকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তখন জানিয়েছিল ফায়ার সার্ভিস।