রাজধানীর ওয়ারিতে জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। আজ সোমবার ভোররাতে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে থাকা ঘরগুলোতে আগুন লাগে। এতে চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ভোররাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৬ মিনিটে। মোট সাতটি ইউনিট অগ্নিনির্বাপনী কার্যক্রমে অংশ নেয় এবং ভোররাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে ২০টি ঘর পুড়ে গেছে। আহত হয়েছে চারজন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হানিফ ফ্লাইওভারের পিলারের অংশে থাকা ঘরগুলোর ক্ষতি হয়েছে। যারা ফ্লাইওভারের নিচে বসবাস করেন তাদের সরিয়ে নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য অস্থায়ীভাবে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। এ সুইপার কলোনিতেই আগুন লাগে। ফ্লাইওভারের নিচে ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে।