বাংলাদেশ হকার্স ইউনিয়ন আগামী ১৮ ফেব্রুয়ারি 'রেড কার্ড প্রদর্শন' কর্মসূচি পালন করবে। সরকারের কাছে হকার জনগোষ্ঠীর জন্য জাতীয় নীতি ও আইনের দাবিতে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১টি সিটি করপোরেশন কার্যালয়ের সামনে একযোগে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর তালতলা বাসস্ট্যান্ডে হকার্স ইউনিয়নের ঢাকা মহানগর উত্তর কমিটির কর্মিসভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, উত্তর কমিটির নেতা রাফিউল ইসলাম, আবুল কালাম প্রমুখ।
সভায় জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল এবং রাজশাহী সিটি করপোরেশনের সামনে 'রেড কার্ড প্রদর্শন' কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি সফল করতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সংশ্নিষ্ট জেলা সফর করছেন।