রাজধানীর পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশ সুপারের কার্যালয়ের ৩য় তলায় লাগা আগুন ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর দুইটা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগে। পুলিশ সুপারের কার্যালয়ে আগুনটি মূলত বেইসমেন্টে লেগেছিল। বেলা ১টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।