- রাজধানী
- ডিএসসিসি-বিআরটিএ'র যৌথ অভিযান: দুই বাস, এক লেগুনা ডাম্পিং
ডিএসসিসি-বিআরটিএ'র যৌথ অভিযান: দুই বাস, এক লেগুনা ডাম্পিং

ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে অভিযান চালিয়ে আজ সোমবার রুট পারমিটবিহীন দুটি বাস ও একটি লেগুনা জব্দ করে মাতুয়াল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে।
বাসাবো বৌদ্ধ মন্দির ও আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চলানো হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানম ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
ডিএসসিসি জানায়, অভিযানকালে রুট পারমিটবিহীন রাইদা পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-১২০৬ ও ডি লিংক পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৭১১০ এবং কোনো ধরনের কাগজপত্র না থাকায় ঢাকা মেট্রো ছ ১১-২৮১৪ নম্বরের লেগুনা জব্দ করা হয়। পরে সেগুলোকে দক্ষিণ সিটির কেন্দ্রীয় মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়।
এ ছাড়া রুট ভায়োলেশন, আসন সংখ্যা বৃদ্ধি, কালো ধোয়া নির্গমন, ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আটটি বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন