- রাজধানী
- গুলশান-বনানী-বারিধারায় ড্রেনে পয়ঃবর্জ্যের সংযোগ পেলে ব্যবস্থা: আতিক
গুলশান-বনানী-বারিধারায় ড্রেনে পয়ঃবর্জ্যের সংযোগ পেলে ব্যবস্থা: আতিক

রাজধানীর চারটি এলাকার ভবনগুলোতে সেপটিক ট্যাঙ্ক ও সোক ওয়েল না থাকলে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ভিআইপি এলাকা হিসেবে পরিচিত এই চার এলাকা হলো- গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন।
ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বুধবার নুরের চালায় গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র বলেন, ড্রেনেজ নেটওয়ার্ক ছাড়া শুধু রাস্তা করলে হবে না। স্থায়ী সমাধানের জন্য রাস্তা নির্মাণের আগে ড্রেন নির্মাণ করতে হবে।
ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিস্কাশন ও খাল খননের জন্য সরকার ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মন্তব্য করুন