ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে এবার ড্রোন নামানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বাসাবাড়ির ছাদ বা ব্যালকনিতে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে ড্রোন নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া কিছু স্থানে সরজমিনে সাধারণের গম্যতা না থাকায় এডিস মশার উৎসস্থল চিহ্নিত করাও কঠিন। এ জন্য আগামী ২ জুলাই থেকে ড্রোন দিয়ে মশা খোঁজার কার্যক্রম শুরু করবে ডিএনসিসি। এডিস মশা নিধনে এ দিন থেকে দশ দিনব্যাপী চিরুনি অভিযানও চালানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় মশার উৎস শনাক্ত কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২ থেকে ১১ জুলাই ডিএনসিসি এলাকার প্রতিটি বাসাবাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। ড্রোন থেকে প্রাপ্ত ছবি ও তথ্য-উপাত্ত নিয়ে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে, যা আগামী বছর মশকনিধন কার্যক্রমে কাজে লাগবে।

পরে মেয়র ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে স্থাপিত মশা ধরার মেশিনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।