বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার সড়কের পাশে থাকা ধান মাড়াইয়ের মেশিনের ওপর গিয়ে পড়ে। আর বাসটি গাছে ধাক্কা খেয়ে সড়কে উল্টে যায়। 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় শনিবার সকালের মর্মান্তিক দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। 

ওই দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। 

তাদের মধ্যে ঘটনাস্থলে সাত জন ও গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

ওই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছেন। তারা প্রাইভেটকারের যাত্রী চিকিৎসক  বাসুদেব সাহা, তার স্ত্রী শিবানী সাহা, ছেলে স্বপ্নীল সাহা। তারা ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন। 

সড়ক দুর্ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শাহিদা সুলতানা বলেন, সড়কের ওপর ধান মাড়াই আর বাস-প্রাইভেটকারের দ্রুত গতির কারণে এই ঘটনা ঘটেছে।