বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে অন্য দেশের মতো জনজীবনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বাংলাদেশেও। ঢাকায় এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের। এ অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে 'মিশন সেভ বাংলাদেশ'।

এই উদ্যোগে শনিবার আরও ১১০টি গরিব, দুঃস্থ ও স্বল্প আয়ের পরিবারের মাঝে এক হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে।

শনিবার মিরপুরে পৃথকভাবে দুইটি স্থানে এসব পণ্য বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও সাবান একটি।

সেবা এক্সওয়াইজেড, দৈনিক সমকাল ও দ্য ডেইলি স্টারের একটি যৌথ প্রয়াস এই 'মিশন সেভ বাংলাদেশ'। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের এ ধরনের উদ্যোগ আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য।

মিরপুর ক্লাবের মধ্যমে মিরপুর এলাকায় ৬০টি পরিবারের জন্য ১০ দিনের পণ্যসামাগ্রী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর ক্লাবের সভাপতি মাহাবুবুল আলম ও মিশন সেভ বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া কালশীর ৫০টি পরিবারের মধ্যে ১০ দিনের খাবার ও পণ্যসামাগ্রী বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, তারা আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবেন।

সেবা এক্সওয়াইজেড, সমকাল ও দ্য ডেইলি স্টারের এই উদ্যোগের পাশে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লি. ই কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার এবং জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অফ কালার, আরথমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার ও ট্রাক কোথায়।

এখন পর্যন্ত তহবিল সংগ্রহ হয়েছে ৩৮ লাখ ৬৪ হাজার ৬৭৯ টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী 'মিশন সেভ বাংলাদেশ'-এর উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে চাইলে ভিজিট করতে পারেন  (https://samakal.com/MissionSaveBangladesh) এই ঠিকানায়।