অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে লেখক শাকুর মজিদের আত্মজৈবনিক বই ‘বুয়েটকাল’। কথা প্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুম রহমান।

এ বইয়ের বিষয়ে জানতে চাইলে শাকুর মজিদ সমকালকে জানান, আত্মজৈবনিক এই বইটি আমার আগের  ‘ক্লাস সেভেন ১৯৭৮’ ও ‘ক্যাডেটের ডায়েরি’র সিক্যুয়াল। ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ লিখেছি। সেই সময়ে রাজধানীতে অভিবাসিত হয়ে নাগরিক পরিবেশে অভিযোজিত হওয়ার কাহিনী শোনাতে শোনাতে আমি আসলে একটা কালকে ধরে তুলেছি এ বইয়ে।

১৬০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ‘বুয়েটকাল’ পাওয়া যাবে মেলায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা প্রকাশের প্যাভিলিয়নে।