অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে মেহরাব মাসাঈদ হাবিবের ইংরেজি উপন্যাস ‘স্লাইস অফ প্যারাডাইস’। স্বরে-অ পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী তন্ময় ইরতিজা আঞ্জুম।

নতুন এ বইয়ের বিষয়ে মেহরাব মাসাঈদ হাবিব বলেন, উপন্যাসের পটভূমি ষাটের দশকের ঢাকা শহর। এই উপন্যাসের মাধ্যমে পাঠকরা আরবান (নগর) ফিকশনের সাথে পরিচিত হবেন। এ ছাড়া রয়েছে ২১টি ইলাস্ট্রেশন যা উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে আঁকা হয়েছে।

মেহরাব আরও বলেন, ‘স্লাইস অফ প্যারাডাইস’-এ পাঠকরা ষাটের দশকের ঢাকার জীবনযাত্রা, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এ ছাড়াও ১৯৬৪ সালের দাঙ্গা, ৪৭’র দেশভাগ, পশ্চিম পাকিস্তানিদের শোষণ, ঊনসত্তরের গণঅভুত্থ্যান এবং মহান মুক্তিযুদ্ধের চিত্রও পাবেন।

মেলার সোহরাওয়ার্দী অংশে বইটি মিলছে ২৫০ নম্বর স্টলে। বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।