- বইমেলা
- মেলায় মেহরাবের ‘স্লাইস অফ প্যারাডাইস’
মেলায় মেহরাবের ‘স্লাইস অফ প্যারাডাইস’

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে মেহরাব মাসাঈদ হাবিবের ইংরেজি উপন্যাস ‘স্লাইস অফ প্যারাডাইস’। স্বরে-অ পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী তন্ময় ইরতিজা আঞ্জুম।
নতুন এ বইয়ের বিষয়ে মেহরাব মাসাঈদ হাবিব বলেন, উপন্যাসের পটভূমি ষাটের দশকের ঢাকা শহর। এই উপন্যাসের মাধ্যমে পাঠকরা আরবান (নগর) ফিকশনের সাথে পরিচিত হবেন। এ ছাড়া রয়েছে ২১টি ইলাস্ট্রেশন যা উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে আঁকা হয়েছে।
মেহরাব আরও বলেন, ‘স্লাইস অফ প্যারাডাইস’-এ পাঠকরা ষাটের দশকের ঢাকার জীবনযাত্রা, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এ ছাড়াও ১৯৬৪ সালের দাঙ্গা, ৪৭’র দেশভাগ, পশ্চিম পাকিস্তানিদের শোষণ, ঊনসত্তরের গণঅভুত্থ্যান এবং মহান মুক্তিযুদ্ধের চিত্রও পাবেন।
মেলার সোহরাওয়ার্দী অংশে বইটি মিলছে ২৫০ নম্বর স্টলে। বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।
মন্তব্য করুন